চৌদ্দগ্রামে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরণ মিয়াকে আটক করেছে র্যাব

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিরণ মিয়াকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২।
অভিযান পরিচালনাকালে ১৯০ পিছ ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৫ হাজার ৪’শ টাকা ও ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটককৃত হিরণ মিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লালনগর গ্রামের মৃত মকবুল আহম্মেদের পুত্র।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ১৯০ পিছ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী হিরণ মিয়াকে আটক করা হয়।
র্যাবের অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী হিরণ মিয়া জানায়, সে দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেজর মোহাম্মদ সাকিব হোসেন।