জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতির উপরে হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো: কামাল হোসেন জনি, নাঙ্গলকোট:
কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিশুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার বিকালে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ফুড বিলেজ রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলণের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নাঙ্গলকোট উপজেলা বর্তমান ছাত্রলীগ কমিটি বিভিন্ন সময় সংগঠন বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন সময় আমাকে ও কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের নতুন কমিটিকে হেয়প্রতিপন্ন করে আসছে। এ সব কর্মকান্ডের প্রতিবাদ করায় গত শনিবার রাতে কয়েক জন নেতা-কর্মীকে সাথে নিয়ে পৌর বাজার বটতলা ফুলকলি মিষ্টি দোকানে নাস্তা খেতে গেলে, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রেজ্জাক সুমন ও কজেল ছাত্রলীগ সভাপতি ওবায়েদুল হক ছাত্রদলের উপজেলা সাংগঠনিক সম্পাদক পারভেজকে সাথে নিয়ে ৫০-৬০ জনের একটি গ্রুপ মাথায় হেলমেড ও মুখোশ পরে দেশীয় অন্ত্র-সন্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনার তীব্রনিন্দা প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগ নেতা শাহ্জালাল, বাবলু, রিয়াজ, মামুন, আলমগীর,আপন ও রাসেল প্রমূখ।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রেজ্জাক সুমনের মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি।
কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়েদুল হক জানান, ঘটনার সময় তিনি উপজেলার ঢালুয়াতে ছিলেন।
উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ বলেন, ঘটনাটি ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হয়েছে। তিনি মোটরসাইকেলের উপর বসা ছিলেন। তবে এ বিষয়ে আর কিছুই জানিনা।