সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

তিতাসে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৪, ২০২৫
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাস উপজেলায় মোবাইল ফোনে ডেকে নিয়ে রুবেল(২৪) এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আজ(৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার গাজীপুর বাস্তুহারা এলাকার এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছেন। নিহত রুবেল গাজীপুর বাস্তহারার বাসিন্দা মৃত আমীর মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে আজ(৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় উপজেলার গাজীপুর বাস্তহারায় তিতাস থানার ডোম জয়নাল আবেদিনের ঘরে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত রুবেল ও আটককৃত মোহাম্মদ আলী তারা দু’জন বন্ধু এবং দুজনেই মাদকাসক্ত। সবসময়ই এক সাথে চলাফেরা করে।

এলাকাবাসী ধারনা করছেন মাদক সংক্রান্ত বিষয়ে রুবেলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত রুবেল মিয়ার শশুর মো.দুলাল মিয়া বলেন, এক বছর ধরে মেয়ে আমার বাসায় থাকে, জুবায়ের নামে ৪ বছরের একজন নাতী রয়েছে । আজ মাগরিব নামাজের পর শুনি আমার মেয়ের জামাই রুবেলকে কুপিয়ে মেরে ফেলেছে, এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং জামাই হত্যার বিচার চান।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনা যাই এবং হত্যাকারী মোহাম্মদ আলী ও তার পিতা জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের কারন সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না তবে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

আর পড়তে পারেন