তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ জুয়েল রানা, তিতাসঃ
“রক্তের যদি হয় প্রয়োজন, এগিয়ে যাবে আপনজন” এই স্লোগানকে বুকে ধারণ করে কুমিল্লা তিতাসে একঝাক তরুণ তরুণীদের নিয়ে ২০১৭ সালের পহেলা মে প্রতিষ্ঠিত হওয়া স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “আপনজন” ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৬ মে) বিকেল ৩ টায় উপজেলার কড়িকান্দিস্থ জিনিয়াস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ।
সংগঠনের সভাপতি মনিরা আক্তার ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কাজী নাহিদ, প্রচার সম্পাদক শান্তা ভূঁইয়া, এসফার সভাপতি ইন্জিনিয়ার মাসুদ, সাধারণ সম্পাদক ইকরাম সরকারসহ তিতাস উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দরা।
এসময় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও সাংবাদিকদেরে হাতে সম্মাননা স্বারক ও চাবির রিং তুলে দেওয়া হয়।