শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘদিন ধরে বাংলাদেশে দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে: আইন উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৯, ২০২৪
news-image

দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে: আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বৈরাচারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। দুদক ও উচ্চ আদালত থাকা সত্ত্বেও সুষ্ঠু বিচার হয়নি। বিচার হয়েছে কেবল খালেদা জিয়ার।

অনুষ্ঠানে দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে, যাতে সব অন্যায় ও দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায়। এভাবেই দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে।

তিনি আরও বলেন, দুদক সংস্কারকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি দুদকের কর্মকর্তাদের দুর্নীতির চিত্রও প্রকাশ পেয়েছে। এখন পরিস্থিতি সামাল দিতে সাঁড়াশি অভিযান ছাড়া কোনো বিকল্প নেই।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সৎ প্রজন্ম গড়ে তুলতে পারলে দুর্নীতিবিরোধী সমাজ গঠন করা সহজ হবে। দুর্নীতির বিরুদ্ধে শুধু প্রতিকারমূলক পদক্ষেপ নয়, বরং জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে হবে।

দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, দেশের উন্নয়নের বড় বাধা হলো দুর্নীতি। এটি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।

তিনি বলেন, আমরা ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

আর পড়তে পারেন