সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন লুকে চমকে দিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি

আজকের কুমিল্লা ডট কম :
মে ৫, ২০১৭
news-image
ডেস্ক রিপোর্টঃ
শ্রীদেবীর সঙ্গে তাকে এক ছবিতে দেখা যাবে, এই খবরে প্রায় আত্মহারা ছিলেন ভক্তরা! কিন্তু নওয়াজুদ্দিনের ‘মম’এর নতুন লুক দেখে তাদের অনেকেরই মুখও বন্ধ।ছবির নির্মাতারা নওয়াজুদ্দিনের নতুন লুক প্রকাশ করেছেন বৃহস্পতিবার সকালে। তারপর থেকে সাড়া পড়ে গিয়েছে ইন্টারনেটে।
এমনিতে নওয়াজ নিজের চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে খুবই ভার্সেটাইল। অন্য চরিত্র হয়ে উঠতে সমস্যা হয় না তার। কিন্তু এইরকম ভোলবদল এর আগে তিনি সেভাবে করেননি ছবিতে। ‘মম’এ তাকে দেখা যাচ্ছে মাথায় বিরাট টাকওয়ালা, চশমা আটা, ঠান্ডা চাহনি দেওয়া একজন লোকের চেহারায়।
দেখে বোঝা যাচ্ছে, মুখের সামনের দিকের দাঁতের সেটিংও বদলে ফেলেছেন অভিনেতা! যদিও তার চরিত্রের ব্যাপারে পুরোদস্তুর কিছু জানা যাচ্ছে না এখনই।
নওয়াজ বলেছেন, ‘আমাকে যখন এই চরিত্রটার প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি না করার জায়গাতেই ছিলাম না। তার প্রথম কারণ, শ্রীদেবীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারব। কিন্তু তার চেয়েও বেশি এক্সাইটেড হয়েছিলাম, চরিত্রের রেফারেন্স লুকটা দেখে। ভাবছিলাম, এতটা পাল্টাতে হবে নিজেকে, এত অন্যরকম কিছু করার চান্স পাব যখন, কেন করব না!’ টুইটার।

আর পড়তে পারেন