রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নদীতে ট্রলারে করে গাঁজা পরিবহনের সময় র‌্যাবের অভিযান: আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদী ব্যবহার করে ট্রলারে করে পরিবহণের সময় ২৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ আগস্ট রাতে চাঁদপুরের হাজীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠী) থানার শ্যারনকাঠি গ্রামের মৃত সেকান্দার খলিফা এর ছেলে মোখলেছ খলিফা(৫০) ও বরিশাল জেলার উজিরপুর মডেল থানার জুকিরকান্দা (র্পূবপাড়া) গ্রামের মৃত. মোখলেছ হাওলাদারের ছেলে মোঃ ইদ্রিস হাওলাদার (৪০)।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর সিনিয়র সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার আশরাফুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আর পড়তে পারেন