পুতিনের উদ্দেশ্যে ৮০ বারেরও বেশি টুইট ট্রাম্পের
আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০১৭
ডেস্ক রিপোর্টঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চলাকালীন সময়ের পর থেকে এ পর্যন্ত বহুবার পুতিনের প্রশংসায় রাজনৈতিক গোঁড়ামিপূর্ণ ও কর্পদশূন্য টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প।
রাজনৈতিক রীতি ভেঙে পুতিনকে নিয়ে উচ্চ প্রশংসামূলক ট্রাম্পের এসব বক্তব্যের পর ‘রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করছে’, মার্কিন জনমনে এমন আশঙ্কাই কেবল ঘনীভূত হচ্ছে।
বার্তা সংস্থা সিএনএন এর এক বিশ্লেষণে উঠে এসেছে, ২০১৩ সালের জুন থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গত সাড়ে তিন বছরের বিভিন্ন সময়ে ট্রাম্প মোট ৮০ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে টুইট করেছেন অথবা বক্তব্য দিয়েছেন।
সিএনএন’র বিশ্লেষণে আরো বলা হয়, ২০১৩ সালে রাশিয়ার মস্কোতে ট্রাম্পের মিস ইউনিভার্স প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা বা কথা অথবা যোগাযোগ করেছেন, ট্রাম্প এমন দাবি করেছেন অন্তত ৯ বার।
কিন্তু ২০১৬ সালের নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন বক্তব্য ও লেখায় ট্রাম্পের এই দাবি যখন বিশেষ ভাবে খতিয়ে দেখার বাস্তবতা আসে। তখন তিনি ধীরে ধীরে এই সুর পরিবর্তন আনেন। তখন তিনি বলতে থাকেন তিনি আসলে পুতিনের সাথে দেখা করেননি। এমনকি প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর পুতিন বিষয়ে ট্রাম্পের অতীতের বিরুদ্ধাচরণ লক্ষ্য করা গেছে।
২০১৬ সালের জুলাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘পুতিনের সাথে আমার দেখা হয়নি। পুতিন যে আসলে কে তা আমি জানিই না। তবে পুতিন আমাকে নিয়ে একটা সুন্দর কথা বলে। তিনি দাবি করেন যে আমি জিনিয়াস। আমি তাকে পত্রিকায় অনেক ধন্যবাদ জানিয়ে বিষয়টির ইতি টানি। পুতিনের সঙ্গে কখনো দেখা হয়নি আমার।’ সিএনএন।