মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীর উপর ক্ষুদ্ধ সকলে

“তোহফা গোফরান” কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (২০২৪-২০২৫) সেশন দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। গত ১৯শে সেপ্টেম্বর তারিখে তার ফেইসবুক একাউন্টে একটি পোস্ট করে যেখানে তিনি বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে শাহবাগী আখ্যা করে এবং বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন যার ফলে কলেজের অন্যান্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই এই বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফায়েজুল আলম ফায়েজ এবং আল মুন্তাকিম জিদান “দৈনিক আজকের কুমিল্লা” – কে জানায় তারা তোহফা গোফরান এর দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং অতিসত্বর তাকে এবং তার এমন আচরণে উস্কানিদাতাদের শাস্তির আয়ত্তে আনার দাবী জানায়।
তারা আরো জানায় “তোহফা গোফরান” এর শাস্তির দাবী জানিয়ে তারা আগামী ২১শে সেপ্টেম্বর রোজ রবিবার কলেজ মাঠ প্রাঙ্গনে প্রতিবাদ মিছিল করবে। এ বিষয়ে তারা গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন।
শিক্ষার্থীদের এমন প্রতিবাদ মূলক মন্তব্যের পর “তোহফা গোফরান” তার ফেইসবুক একাউন্টটি থেকে লাইভে আসে এবং পূনরায় বিশ্বনবী কে শাহবাগী আখ্যা দেয়।
যার ফলে শিক্ষার্থীরা সহ সাধারণ জনগন আবারো ক্ষুব্ধ হয় এবং রবিবার তাদের প্রতিবাদ সমাবেশ সফল করতে সকলকে অংশগ্রহণ করতে আহ্বান করেন।