শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাতে কুমিল্লাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৬, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

আবহাওয়া অফিস সতর্ক করেছে, ঢাকাসহ ১০টি জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাজধানীও এই ঝড়ের আওতায় পড়বে। রোববার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়া বুলেটিনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বুলেটিনে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল ও কুমিল্লা জেলায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝড়ো বাতাস সহকারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তর সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদেরকে এই ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সূত্র: যুগান্তর

আর পড়তে পারেন