সাকিব-মুস্তাফিজের মতো আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার
সাকিব-মুস্তাফিজের মতো আইপিএলে দল পাননি যেসব তারকা ক্রিকেটার
আইপিএল ২০২৫ আসরের জন্য দুই দিনব্যাপী মেগা নিলাম শেষ হয়েছে। এই নিলামে ১৮২ জন ক্রিকেটার দল পেয়েছেন, যার মধ্যে ৬২ জন বিদেশি ক্রিকেটার। তবে এবারের তালিকায় কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম নেই। দীর্ঘদিন আইপিএলে খেলা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকেও ১০টি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কেউই দলে নেননি।
এছাড়া সাকিব-মুস্তাফিজ ছাড়াও এবারের নিলামে ৫৭৭ জন ক্রিকেটারের নাম ছিল, তবে এর বেশিরভাগই দল পাননি। তাদের মধ্যে বেশ কিছু তারকা ক্রিকেটারও রয়েছেন, যারা আইপিএলে নিয়মিত খেলে থাকেন। তাদের মধ্যে অন্যতম হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার, যিনি প্রথমবারের মতো নিলামে দল পাননি। তার মতোই দল পাননি ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো এবং বেন ডাকেট। এছাড়া পৃথ্বী শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলসহ অনেক তারকাই এবারের নিলামে দল পাননি।
অন্যদিকে, কিছু অখ্যাত ক্রিকেটার দল পেয়েছেন এবং তাদের মধ্যে কিছু কোটিপতি হয়েছেন। কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি রুপি খরচ করে কিনেছে, আবার রাজস্থান রয়্যালস ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপি দিয়ে দলে নিয়েছে। ভুবেনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ ক্রিকেটারের জন্যও বেশ লড়াই হয়েছে নিলামে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, সারফারাজ খান এবারের নিলামে দল পাননি। তবে সারফারাজ খানের ছোট ভাই মুশির খানকে পাঞ্জাব কিংস দলে নিয়েছে। সাচিন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নেয়।
এবারের আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজি দলগুলো বেশিরভাগ তরুণ ক্রিকেটারের দিকে ঝুঁকেছে, এবং সেই কারণে কিছু অভিজ্ঞ খেলোয়াড় অবিক্রিত রয়ে গেছেন। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রশিদ, মুজিবুর রহমানরা কোনো দল পাননি। তাদের নাম নিলামে উঠলেও কোনো দল তাদের কিনতে আগ্রহী হয়নি।
এছাড়া অবিক্রিত থাকা খেলোয়াড়দের মধ্যে আরও রয়েছেন: স্টিভ স্মিথ, গাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান ডার ডুসেন, শন অ্যাবট, আ্যডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডন এবং টাইমাল মিলস।