সালমানের কাছে ক্ষমা চাইলেন বিষ্ণোই গ্যাং!
সালমানের কাছে ক্ষমা চাইলেন বিষ্ণোই গ্যাং!
ভারতের রাজস্থান রাজ্যের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যায় নাম জড়ানোর পর থেকে লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে রয়েছেন বলিউডের বাদশাহ সালমান খান।
সম্প্রতি, বিষ্ণোই গোষ্ঠীর সদস্যরা দিল্লির রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা করে সালমানের সবচেয়ে ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বাবা সিদ্দিকীকে। এই হত্যাকাণ্ডের পর থেকে সালমান খানের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নানা অনিশ্চয়তা।
সাম্প্রতিক সময়ে মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে বিষ্ণোই গ্যাং একটি বার্তা পাঠিয়েছে, যেখানে সালমান খানের কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে। বার্তায় লেখা হয়েছে, সালমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সমস্ত শত্রুতা শেষ করতে চান, তাহলে তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে। এটি হালকাভাবে নেওয়া হলে ভুল হবে।
এই বার্তার পর সেই একই নম্বর থেকে এসেছে নতুন একটি বার্তা, যেখানে লেখা হয়েছে, ‘ক্ষমাপ্রার্থী, একটা বড় ভুল হয়ে গেছে।’ বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। এর পর থেকে একের পর এক আসছে তার মৃত্যুর হুমকি।
মুম্বাই ট্র্যাফিক পুলিশকে সেই নম্বর থেকে আগে অনেক কিছু লিখে পাঠানো হয়েছিল। টাকা না দিলে তার অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে বলে জানানো হয়। মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কিছু মাস আগে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। অভিনেতা জানিয়েছেন, তার এবং তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। পরে পুলিশ চার্জশিটে দাবি করে যে লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানকে হত্যার জন্য হুমকি দিয়েছিল। পুলিশ ওই হোয়াটসঅ্যাপ মেসেজের সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।