আত্মসমর্পণের পর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক আউয়াল খানসহ ৮ জন কারাগারে

১৩ বছর আগের মামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক , ,তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক জিএস, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম এ আউয়াল খান সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন সিএমএম ৭ নাম্বার আদালত।
রোববার ২১ (সেপ্টেম্বর) আসামিরা আদালতে সারেন্ডার করলে তাদের কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি এ তথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত অন্যরা হলেন- ছাত্রদলের সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, ঢাকা মহানগর উওর যুবদলের আহবায়ক কমিটির সদস্য শরিফুল আলম মাসুম, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান মামুন ও রাশেদ উল্লাহ রাশেদ।
২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে বনানী থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় তদন্ত করে একই বছর ১৯ ডিসেম্বর ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
পুলিশে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৩ সালের ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ছয়জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়