শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুবির চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তানভীর-রাফি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১০, ২০২৫
news-image

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাৎ তানভীর রাফি।

সোমবার (১০ নভেম্বর) সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে ৪৮ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আব্দুর রহমান, কামরুজ্জামান, রিপাত হোসেন, পপি আক্তার, রিপন মাহমুদ ও খাদিজা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহমুদ সাকিব, আনিকা তাবাসসুম সাদিয়া, ইমরান হোসাইন, রাহাত ভূঁইয়া এবং মাহমুদ জুবায়ের।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনায়েত হোসেন, আদনান মুরাদ, তাইয়েব ত্বোহা, খাইরুন রাহার কুলসুম, শাহাদাৎ হোসাইন জামিম, নাজমুস সাকিব, শাহরিন সুলতানা শিপা, আফসার আহমেদ বিশাল, ইফতাউল মাহমুদ শাওন, মাহমুদা আক্তার আবরার, মো. সাইদ আহমেদ রিপাত, জান্নাতুল ফেরদৌস মিমি ও আব্দুল্লাহ মহিন।

অর্থ সম্পাদক খালেদ হোসেন মায়াজ এবং সহ-অর্থ সম্পাদক মিনহাজুল হক। এছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক হয়েছেন মো. সাবের হোসেন। দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জীবন, উপ-দপ্তর সম্পাদক তামান্না খানম, প্রচার সম্পাদক ইমতেয়াজ ইভান, উপ-প্রচার সম্পাদক সাদিয়া রহমান মলি, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত অরণ্য, উপ-ক্রীড়া সম্পাদক মিনহাজ হায়দার চৌধুরী, সংস্কৃতি সম্পাদক ইসরাত জাহান ইশা এবং উপ-সংস্কৃতি সম্পাদক অর্নব সূত্রধর।

ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন কাজী সামিয়া আক্তার, রামিশা জান্নাত, সাদিয়া আফরিন, সাদিয়া আক্তার ও জান্নাতুল নাঈম জেলি। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদিজাতুত তাহিরা, ওমর ফাহাদ, ফারভেজ মাহমুদ, নাদিম হোসেন চৌধুরী, তানভীন সুলতানা আনিশা এবং ইমতেয়াজ অয়ন।

উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

আর পড়তে পারেন