শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০২৫
news-image

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লার রাজাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কুমিল্লা রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহিদার রহমান ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা রেলস্টেশনে নিয়ে আসে।

পরবর্তীতে সিআইডি দলের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করেন। নিহত যুবকের নাম মনির মিয়া। তার পিতার নাম আয়াত আলী এবং মাতা মৃত সেলিনা বেগম। স্থায়ী ঠিকানা বাবুপুর পোস্ট অফিস, গোলকপুর, ৯নং ওয়ার্ড, ধর্মপাশা, সুনামগঞ্জ, সিলেট।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আর পড়তে পারেন