কুমিল্লা-১ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের চতুর্থ দিন আজ বুধবার তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন বলে জানিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাসরীন আক্তার।
মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন- বিএনপি থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন এবং জামায়াত প্রার্থী মনিরুজ্জামান বাহালুল।
বুধবার(১৭ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার এর কাছ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার, সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সভাপতি নুর মোহাম্মদ সেলিম ও শরীফ চৌধুরী ।

একইদিন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহালুলের পক্ষে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সুরা সদস্য খন্দকার মাওলানা আবুল বাশার, দাউদকান্দি উপজেলা নায়েবে আমির শরীফ মোহাম্মদ রোকনউদ্দিন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোখলেসুর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াতের ছয় নেতা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নাছরীন আক্তারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপি থেকে আরো একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মারুফ হোসেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য । তিনি বলেন, আমি বিএনপি পরিবারের একজন। যেহেতু আমার বাবা শারিরীকভাবে একটু অসুস্থ তাই আমি বিকল্প হিসেবে সংগ্রহ করে রাখলাম। তবে স্বতন্ত্র প্রার্থী হবো না।











