কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে চমক দেখাতে পারেন মনোয়ার সরকার

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে বিএনপির প্রবীণ রাজনীতিবিদ এম কে আনোয়ারের মৃত্যুর পর এ আসনটিতে বিএনপি নেতৃত্ব সংকটে পড়েছে। তবে বিগত বছরের ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর ২/৩ জন রাজনীতিবিদ মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।
এর মধ্যে যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস-প্রেসিডেন্ট মনোয়ার সরকার অন্যতম। বিগত আওয়ামী সরকারের আমলে হামলা-মামলায় আতংকিত হয়ে তিনি এলাকায় না আসলেও বিদেশ থেকে এলাকাবাসির জন্য কাজ করে গেছেন।
করোনা, বন্যার সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে ৫ আগষ্টের পর পুরোদমে সক্রিয়ভাবে এ সংসদীয় আসন চষে বেড়াচ্ছেন। সামাজিক আচার-অনুষ্ঠান, খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান, বিএনপির দলীয় সাংগঠনিক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন মনোয়ার সরকার। কুমিল্লা প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে জানিয়েছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদি হওয়ার কথা। এলাকাবাসির জন্য ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার কথাও বলেছেন।
সংসদীয় আসনজুড়ে কর্মকান্ড:
বিগত সময়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মনোয়ার সরকার বিভিন্ন এলাকায় দোয়া ও মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছেন। তিনি নিজেই প্রায় অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। ৫ আগস্ট হাসিনা সরকারের বিদায়ের এক বছর পূর্তি উপলক্ষে ওই আসনে বিজয় র্যালির অনুষ্ঠিত হয়। তিনি নিজে সেই র্যালিতে নেতৃত্ব দেন। তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাজের বিভিন্ন স্তরে মানুষের সাথে কুশল বিনিময় অব্যাহত রাখছেন।
২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ -এর যৌথ কর্মসূচি ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পথযাত্রা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ওই আসনের বিভিন্ন ইউনিয়নে মনোয়ার সরকারের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিগত রমজান মাসে বিভিন্ন ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল এবং ইফতার পার্টির আয়োজন করেন মনোয়ার সরকার। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
হোমনা উপজেলার প্রতিটি ইউনিয়নে আপামর জনসাধারণের মাঝে দুই দফায় ৫ হাজার কম্বল বিতরণ করেন মনোয়ার সরকার । ধর্মীয় অনুষ্ঠানগুলোতে মনোয়ার সরকারের সরব উপস্থিতি রয়েছে। ২৯ ডিসেম্বর হোমনার দুলালপুর ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মাঠে ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার সরকার। ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হোমনা উপজেলার দৌলতপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসায় মনোয়ার সরকারের উদ্যোগে ছাত্র-শিক্ষকসহ স্থানীয় নেতাকর্মীরা বৃক্ষরোপণ করেন।
যুক্তরাজ্যে আওয়ামী সরকার বিরোধী সকল প্রতিবাদ সমাবেশ আন্দোলনে মনোয়ার সরকার সক্রিয় ছিলেন। স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসের বাইতুল মামুর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। স্মরণকালের বন্যায় যখন ভাসছে কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চল। যখন জেলার গোমতী নদীর বাঁধ ভেঙ্গে ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে তিতাস উপজেলার বন্যা পরিস্থিতি। বন্যার পানিতে ডুবে সেখানে দুই শিশুসহ একাধিক মানুষের মৃত্যু হয়। তখন পৈত্রিক ভূমি তিতাস অঞ্চলের প্রিয়জনদের সাহায্যে এগিয়ে আসেন মনোয়ার সরকার।
হাজারো মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়েছেন ইউরোপ থেকে। মনোয়ার সরকারের সার্বিক সহযোগিতায় এবং তত্ত্বাবধানে বিশিষ্ট ক্রিয়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০-তম মৃত্যুবার্ষিকী এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় হোমনা উপজেলার মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ মাহফিলের আয়োজন করেন মনোয়ার সরকার।
করোনার লকডাউন চলাকালে তিনি ঢাকায় ভাড়াটিয়াদের ১২ লাখ টাকা বাড়ি ভাড়া মওকুফ করলেন। করোনার সময় স্যানিটাইজার, ঔষুধ, খাদ্যসামগ্রী দিয়ে অন্তত ৫ শতাধিক পরিবারকে সহায়তা করেন। নেশার জগত থেকে যুব সমাজকে ফেরাতে উপজেলাজুড়ে প্রতিনিয়ত খেলাধুলার আয়োজন করেন মনোয়ার সরকার। এসব কর্মকান্ড মনোয়ার সরকারকে স্থানীয় জনগণের আরো কাছে নিয়ে গেছে।
মনোয়ার সরকারের জীবন বৃত্তান্ত ও শিক্ষাজীবন:
মনোয়ার সরকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সামাজিক কর্মী ও উদ্যোক্তা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন একনিষ্ঠ নেতা, যিনি দেশে ও বিদেশে দলের কার্যক্রমকে শক্তিশালী করতে কাজ করছেন। তিনি একইসঙ্গে বাংলা, ইংরেজি, ইতালিয়ান, ফরাসি, স্প্যানিশ, জার্মান এবং হিন্দি ভাষায় পারদর্শী, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিস্তৃত করতে সহায়ক হয়েছে এবং তাকে বিশ্বমঞ্চে বিশেষভাবে পরিচিতি লাভে সাহায্য করেছে।
বাংলাদেশ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর, তিনি ইতালির বিখ্যাত ভেনিস শহরের প্রসিদ্ধ একটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যবসা ও পর্যটন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি ও পলিটিক্স বিষয়ে পিএইচডি অধ্যয়নরত।
রাজনৈতিক জীবন:
মনোয়ার সরকার ১৯৯১ সালে ঢাকা মহানগর ছাত্রদলের ৬৮ নম্বর ওয়ার্ড (তৎকালীন কোতোয়ালী-সূত্রাপুর থানা) শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। তবে তাঁর রাজনৈতিক সক্রিয়তা শুরু হয় আরও আগে, ১৯৯০ সালের এরশাদবিরোধী গণঅভ্যুত্থানের সময়। বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি এ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর, তাঁকে রাজনৈতিকভাবে হয়রানির শিকার করা হয় এবং অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়। এই নিপীড়নের ফলে তিনি বাধ্য হয়ে দেশত্যাগ করেন, কিন্তু বিদেশে গিয়েও তিনি বিএনপির জন্য কাজ করে গেছেন। ১৯৯৭ সালে ইতালিতে পাড়ি জমানোর পর, তিনি বিএনপির আন্তর্জাতিক শাখার সঙ্গে যুক্ত হয়ে দলীয় কর্মকাণ্ডকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করেন। শেখ হাসিনা সরকারের নীতির বিরুদ্ধে তিনি প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করেন এবং ইউরোপীয় রাজনীতিবিদদের কাছে লবিং করেন, যাতে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহায়তা আদায় করা যায়।
রাজনৈতিক অঙ্গনের বাইরেও ইতালির সমাজে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি ইতালির অন্যতম রাজনৈতিক সংগঠন “ঘঙও ঋটঞটজঙ”-এর প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন, যা ইতালিতে অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে বাংলাদেশ দূতাবাস কর্তৃক তিনি ২০১৭ সালে কালো তালিকাভুক্ত হন, ফলে তিনি দেশে ফেরার সুযোগ হারান।
শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের দিকনির্দেশনা ও অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তিনি সবসময় সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে গেছেন। তিনি যুক্তরাজ্যে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দলের প্রভাব বিস্তারে সক্রিয় ভূমিকা রেখেছেন।
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নেতৃত্বে, তিনি যুক্তরাজ্য বিএনপির একজন নিবেদিতপ্রাণ রাজপথের কর্মী হিসেবে প্রায় এক যুগ ধরে সক্রিয়ভাবে কাজ করছেন।
বর্তমানে তিনি যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় নেতৃত্ব কর্তৃক আয়োজিত বিভিন্ন মিছিল, মিটিং ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শুধু অর্থনৈতিক সহায়তা প্রদান করেননি, বরং সশরীরে উপস্থিত থেকে আন্দোলনের প্রতিটি পর্যায়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
গণমাধ্যম ও সমাজসেবা:
মনোয়ার সরকার শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, বরং গণমাধ্যমেও তার সুস্পষ্ট উপস্থিতি রয়েছে। তিনি একটি জনপ্রিয় রাজনৈতিক টকশো পরিচালনা করেন, যেখানে তিনি সমসাময়িক রাজনৈতিক বিষয়াদি বিশ্লেষণ করেন এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অতিথি বক্তা হিসেবে নিয়মিত অংশগ্রহণ করেন, যেখানে তিনি তার অভিজ্ঞতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার ধারালো বক্তব্য ও বিশ্লেষণধর্মী মন্তব্য গণমাধ্যমে তাকে আরও পরিচিত করেছে।
এসব কারণে, তিনি শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ দর্শকদের মাঝেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। গণমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি তাকে বিএনপির অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা দলীয় রাজনীতিতে তার গুরুত্ব আরও বৃদ্ধি করেছে।
যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস-প্রেসিডেন্ট মনোয়ার সরকার জানান, আওয়ামী সরকারের আমলে প্রবাসে থেকেও দলের জন্য কাজ করেছি। স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছি। আমি হোমনা-তিতাস উপজেলার মানুষের জন্য কাজ করতে চাই। আমি দলীয় মনোনয়ন চাইবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আশা করি তিনি সঠিক সিদ্ধান্ত নিবেন। বিএনপির একজন কর্মী হিসেবে আজীবন মানুষের সেবা করে যেতে চাই।