চাঁদপুরে কৃষি জমি থেকে মাটি উত্তোলনে গুঁড়িয়ে দেয়া হলো ড্রেজার মেশিন

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মিনি ড্রেজার ভেঙে ধ্বংস করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
জানা যায়, ইউনিয়নের ভড়ঙ্গারচর গ্রামের হাওলাদার বাড়ির মো: সাঈদ হাওলাদারের নিজস্ব সম্পত্তি থেকে দীর্ঘদিন যাবত মিনি ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে শাহতলী ভূমি অফিস কর্মকর্তা নজরুল ইসলাম সোহাগ ড্রেজার কর্তৃপক্ষকে মাটি না কাটার জন্য ড্রেজার বন্ধ করে দেন। এবং একাধিকবার পাইপ খুলে দেন। পরে এদিন রাত থেকে পুনরায় ড্রেজার মালিক মমিন একই স্থানে ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটা শুরু করেন। বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন জামিউল হিকমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনিকে অবগত করলে, সোমবার ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হন। এসময় জমির মালিক ও ড্রেজার পক্ষের কাউকে না পাওয়ায় ড্রেজার মেশিনটি ভেঙ্গে গুড়িয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী রাণী দত্ত।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, কৃষি জমি থেকে মাটি কাটতে হলে প্রশাসনের অনুমতি লাগে। কিন্তু বৃহস্পতিবার মিনি ড্রেজারটি দিয়ে মাটি না কাটার জন্য নিষেধ করা হয়েছিল। কিন্তু ড্রেজার মালিক প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কাটা অব্যাহত রাখেন। এমন অভিযোগে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।