শনিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে একাধিক হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শুটার সোহেল আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৭, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার: 

জুলাই আগস্ট বিপ্লবের শহীদ জামশেদুর রহমান মিয়াজির জুয়েল হত্যা মামলার আসামী, সন্ত্রাসী ও মাদক চোরাকারবারি মোঃ সোহেল মিয়াজীকে গ্রেফতার করেছে ২৩ বীর এবং সিপিসি-২, র‍্যাব-১১ এর যৌথ অভিযান দল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টিক্কার চর এলাকায় সেনা ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল চৌদ্দগ্রাম পৌর সদরের রামরায়গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা, মাদক মামলাসহ ৬টি মামলা রয়েছে।

সেনাবাহিনী ২৩ বীর ও র‍্যাব-১১ এর সূত্র জানায়, সোহেলকে প্রাথমিক চিকিৎসা শেষে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহেল চৌদ্দগ্রাম জুড়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। সে প্রাক্তন রেলমন্ত্রী মুজিবুল হকের সন্ত্রাসী বাহিনীর অন্যতম নেতৃত্বশীল। জুলাই আগষ্টের বিপ্লবের চৌদ্দগ্রাম উপজেলার শহীদ জামশেদুর রহমান মিয়াজী জুয়েল হত্যা মামলার অন্যতম এবং স্থানীয় যুবক রাহাত হত্যা মামলার মূল আসামি সোহেল। তাকে  এলাকাবাসী “খুনি সোহেল” নামে চেনে। ২০২৩ সালের ৬ই জুন চৌদ্দগ্রাামে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বন্ধুক হাতে সোহেলের একটি ছবি দেশব্যাপী ভাইরাল হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান সোহেলের বিরুদ্ধে হত্যা মাদক কারবারসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

আর পড়তে পারেন