রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নিজ মেয়েকে টিকাদানের মধ্য দিয়ে টাইফয়েড টিকার উদ্বোধন করলেন ইউএনও

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

টিকা নিয়ে ভীতি দূর করতে ও উপজেলার মানুষকে টিকাগ্রহণে উৎসাহিত করতে নিজের ১৪ মাস বয়সী মেয়েকে টিকাদানের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেন।

সারাদেশে একযোগে শুরু হওয়া টিকাদান কর্মসূচির প্রথম দিনে রবিবার (১২ই অক্টোবর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড খাবার ও পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত রোগ। এই জন্য আমাদেরকে স্যানিটাইজেশন এর উপর জোর দিতে হবে।

ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী, সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার সাঈদ আল মনছুর, মুন্সীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন

আর পড়তে পারেন