বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘দাউদকান্দিকে মডেল উপজেলা করতে ধানের শীষ আর ড. মোশাররফের কোন বিকল্প নাই’

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দেশবরেণ্য রাজনীতিক, মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০ তম জন্মদিনে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দাউদকান্দির গৌরীপুরে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে।

বুধবার(১অক্টোবর) দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে কুমিল্লা উত্তর জেলা জাসাস।
আয়োজক সংগঠনের সভাপতি কামাল পারভেজ ডালিম সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সদস্য সচিব এস.এম মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, তিনবার মন্ত্রী ও চারবার এমপি থাকাকালে নির্বাচনী এলাকায় যুগান্তকারী উন্নয়ন করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহত্তর দাউদকান্দিকে আলোকিত করতে তিনি নিজ নামে প্রতিষ্ঠা করেন, ড. মোশাররফ ফাউন্ডেশন, একাধিক কলেজ, হাইস্কুল, গার্লসস্কুল, দাখিল মাদরাসা, নূরানী মাদরাসা ও এতিমখানা ।

তিনি আরও বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন গত পনের বছরে উন্নয়নের অনেক চেষ্টা করেছেন কিন্তু ফ্যাসিস্টদের কারনে করতে পারেননি। উন্নয়নের আবেদন করলেই প্রত্যাখান করতো। তাই ড. খন্দকার মোশাররফ হোসেন ২০০৬ সালের পর এলাকায় আর কোন উন্নয়ন করতে পারেননি । একটি ট্রমা সেন্টার করেছিলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে। ২০০৯ সালের পরে এখানকার ফ্যাসিষ্ট সেটিকে আগাইতে দেয়নি, এটি এখন একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে পরিণত হয়ে পড়ে আছে। তাই মহাসড়কের দূর্ঘটনার রোগীদের ঢাকা কুমিল্লার বিভিন্ন হাসপাতালে যেতে হচ্ছে। ট্রমা সেন্টারটি যদি ২০০৯ সালের পরে বাস্তবায়ন হতো তাহলে দুর্ঘটনাকবলিতদের এই কষ্ট করা লাগতোনা। আগামী নির্বাচনে জনগণের ভোটে আমরা ক্ষমতায় আসলে যে উদ্দেশ্যে ড.খন্দকার মোশাররফ হোসেন ট্রমা সেন্টারটিকে করেছিলেন সেটা শতভাগ বাস্তবায়ন করা হবে।

ড. খন্দকার মারুফ বলেন, আপনারা আবারও এই এলাকার উন্নয়ন অগ্রগতি চান, দাউদকান্দিকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্টা করতে চান, তাহলে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ আর ড. খন্দকার মোশাররফ হোসেনের কোন বিকল্প নাই।

তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগ পালিয়ে গেছে এখন মাঠে অনেক দল বিভিন্ন কথাবার্তা বলে, অনেক ধরনের বিভ্রান্তিকর কথাও বলে। একটা দল ইসলামের লেবাজ নিয়ে, ধর্মীয় লেবাজ নিয়ে আপনাকে আমাকে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের একটি মহিলা সংগঠন আছে, যে সংগঠন ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে, একটি মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে বলে প্রচার করছে, নাউজুবিল্লাহ। ইসলামী দলের লেবাজে ধর্মের নামে যারা ব্যবসা করছে তারা কিন্তু আজকে আপনাদের বিভ্রান্ত করার চেষ্ঠা করছে৷

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক এনামুল হক সফর তালুকদার ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন হাজারী, আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ।

আর পড়তে পারেন