শনিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৫, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে দাউদকান্দি উত্তর নছরুদ্দি সুইচগেইট এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশাচালকের নাম ফাহিম(১৪) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে দাউদকান্দিতে বাসাভাড়া নিয়ে মা, ২ ভাই ও ১ বোনকে নিয়ে বসবাস করতেন।

পুলিশ পরিবারের বরাত দিয়ে জানায়, অটোরিকশা চালক কিশোর ফাহিম দাউদকান্দি পৌর বাজারে রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। গত বুধবার সকালে সে অটোরিকশা নিয়ে বের হলেও রাতে আর বাসায় ফিরেনি। রাতে তাকে খোঁজাখোঁজির পর সকালে উত্তর নসুরুদ্দি এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় ।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতেই এ হত্যাকান্ড ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। হত্যাকারীদের সনাক্তকরণ এবং তাদের আটক করতে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

আর পড়তে পারেন