বুধবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাই সাইকেল আরোহী এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। রবিবার সকালে মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর দীঘির পাড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

নিহত শিক্ষাথীর নাম মোহাম্মদ আলাউদ্দিন (১৯)।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের মোহাম্মদ সালেহ আহমদের ছেলে। উপজেলার সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদরাসার (ডিগ্রি মাদরাসা) দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। আটক ঘাতক কাভার্ড ভ্যান চালক মো. আব্দুর রহিম (২৯) চট্টগ্রামের জোড়ারগঞ্জের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ময়নামতি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মাদরাসা ছাত্র মোহাম্মদ আলাউদ্দিন মহাসড়কের পাশ দিয়ে বাই সাইকেল চালিয়ে রায়পুর দীঘিরপাড় থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। হঠাৎ একটা কাভার্ডভ্যান ঢাকা দ্রুতগতিতে যাওয়ার সময় তার বাই সাইকেলকে চাপা দেয়। এতে তিনি কাভার্ডভ্যানের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক চালক গতিরোধ না করে পালিয়ে যাওয়ার সময় দাউদকান্দি হাইওয়ে পুলিশ ময়নামতি হাইওয়ে পুলিশকে বিষয়টি জানায়।

পরে ময়নামতি হাইওয়ে পুলিশ ঘাতক চালকসহ গাড়িটিকে আটক করেছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. রাসেদ চৌধুরী জানায়, নিহত শিক্ষার্থী মোহাম্মদ আলাউদ্দিনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তার স্বজনরা আসলে তাদের নিকট হস্তান্তর করা হবে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক চালকসহ গাড়িটি আটক করেছে।

আর পড়তে পারেন