মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পেটে ১০ কেজি ওজনের টিউমার, অপারেশনে সুস্থ শেফালি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০২৫
news-image

হাসিবুল ইসলাম সজিব:

এক বছর ধরে অল্প অল্প পেটে ব্যথা অনুভব করতেন শেফালি (২৩)। তবে তা তেমন গুরুত্ব দেননি। পরিবারের লোকজনও ভেবেছেন সাধারণ ব্যথা। কিন্তু ব্যথা হঠাৎ বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার পেটে একটি বিশাল টিউমার হয়েছে। অবশেষে কুমিল্লার গোমতী হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার পেট থেকে বের করা হয় প্রায় ১০ কেজি ওজনের টিউমার।

অপারেশনের পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হাসপাতালের বেডে শুয়ে শেফালি বলেন, “আমি তো কোনোদিন কিছু বুঝতে পারিনি। পেটে একটু একটু ব্যথা ছিল মনে করলাম সাধারন ব্যথা। অপারেশনের পর শুনি আমার পেটে ১০ কেজি টিউমার ছিল, সত্যি অবাক লাগে। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি।”

শেফালির পরিবার জানান, এক বছর আগে থেকে মেয়ের পেটে অল্প অল্প ব্যথা থাকলেও সম্প্রতি ব্যথা বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শে একের পর এক আলট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যান করা হয়। তাতেই ধরা পড়ে বড় একটি টিউমার। পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন তারা।

গোমতী হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মো: আবু বকর ছিদ্দিক ফয়সল বলেন, “রোগীকে আসার পর আমরা পরীক্ষা-নিরীক্ষা করি। সিটি স্ক্যানে দেখা যায়, সম্ভাব্য জরায়ুর নালী থেকে একটি বিশাল টিউমার তৈরি হয়েছে। টিউমারটির কারণে রোগীর খাওয়াদাওয়া, শ্বাসপ্রশ্বাস ও স্বাভাবিক চলাফেরায় সমস্যা হচ্ছিল। তাই দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেই। আলহামদুলিল্লাহ, কোনো জটিলতা ছাড়াই অপারেশন সম্পন্ন হয়েছে এবং প্রায় ৮ থেকে ১০ কেজি ওজনের টিউমার বের করা হয়েছে।”

তিনি আরও জানান, রোগী এখন সুস্থ আছেন। আগামী পাঁচ থেকে সাত দিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর তাকে ছাড়পত্র দেওয়া হবে। তবে তিন মাস ভারী কোনো কাজ বা ওজন তোলা যাবে না। তারপর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।

এই অপারেশনে অংশ নেন—ডা. মো: আবু বকর ছিদ্দিক ফয়সল, ডা. ইবনে মমিন জনি, ডা. অনির্বান এবং এনেস্থেসিওলজিস্ট ডা. মেহেদি হাসান।

আর পড়তে পারেন