প্লেনেট এস আর শপিংমলে ‘সুমি ফ্যাশন’-এর উদ্বোধন

নগরীর প্লেনেট এস আর শপিংমলে যাত্রা শুরু করেছে আধুনিক ও বৈচিত্র্যময় পোশাকের প্রতিষ্ঠান ‘সুমি ফ্যাশন’। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শপিংমলের দ্বিতীয় তলায় (ফ্লোর: C-10) শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
সুমি ফ্যাশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুমি মজুমদার জানান, প্রতিষ্ঠানটিতে থাকছে নারীদের জন্য প্রিমিয়াম মানের ওয়ান পিস, টু পিস, ব্যাগ, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পোশাক ও আনুষঙ্গিক পণ্য। এছাড়াও বাচ্চাদের পোশাকেরও রয়েছে বিস্তৃত সংগ্রহ।
তিনি আরও বলেন, “পোশাক শুধু আড়ম্বর নয়—এটি একজন ব্যক্তির রুচি, সংস্কৃতি, ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানের প্রতিচ্ছবি। আমরা চাই, কুমিল্লার নারীরা যেন এক জায়গা থেকেই তাদের স্টাইল, স্বাচ্ছন্দ্য ও আভিজাত্যের চাহিদা পূরণ করতে পারেন।”
সুমি ফ্যাশনের লক্ষ্য, কুমিল্লা নগরীতে ফ্যাশনপ্রেমী নারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক শপিং গন্তব্য হয়ে উঠা।