শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় যুব দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০২৪
news-image

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় যুব দিবস পালিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে র্যালী ও আলোচনা সভা, ঋণের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আপনি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পাশ করেছেন মানে একটি সার্টিফিকেট পেয়েছেন। কিন্তু নলেজ ইজ গেইন একটা শব্দ আছে। তুমি তোমার বই পড়ে যা জ্ঞান অর্জন করেছো, তা তোমার নলেজ। তাহলে তোমার স্কিল হবে কি? যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কিল আর ক্লাসে ফার্স্ট হওয়া এক কথা নয়। কোনো বিষয়ে বাস্তব দক্ষতা অর্জন করা একটা বাস্তব স্কিল। এবং সে বিষয়ে আরো দক্ষ হওয়াকে স্কিল ডেভেলপমেন্ট বলে।

তিনি বলেন, যুবকরা অনেক সাহসী। বাংলাদেশের যে কোন আন্দোলনের সময় দেখা যায় যুবকরা সবার আগে এগিয়ে আসে। তাই যুবকরা অনেক সাহসী এটা বুঝার বাকি নেই। আর এই যুবকরা সাহসী হওয়ায় তারা যেকোন কাজে ঝুঁকি নিতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে যুবকদের ভূমিকা অতুলনীয়। এদেশের যুবকরা সারা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। এরাও কোনো না কোনোভাবে দক্ষ বলেই সেখানে স্টাবলিস্ট। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে কারিগরি শিক্ষার উপর এখনো তেমন কোনো ভালো পরিবেশ হয়নি। ভালো মানসম্মত ল্যাব নেই, কারিকুলাম সেভাবে প্রণয়ন হয়নি। যার কারনে আমরা এখনো উন্নত দেশগুলোর চেয়ে পিছিয়ে আছি।

দেশের সার্বিক পরিস্থিতি, রাষ্ট্রের উন্নয়নে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব, কারিগরি দপ্তরের গুরুত্ব, ভোকেশনাল, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট, মেরিন একাডেমী, বিটাক ও যুব উন্নয়ন অধিদপ্তর সহ জেলায় স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সেভাবে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছেনা। আমরা আমাদের স্কিল তৈরি করতে পারছিনা বিধায় আজকে আমরা উন্নত বিশ্ব থেকে পিছিয়ে। তাই স্কিল তৈরিতে আপনারা আরো বেশি গুরুত্ব দিতে হবে। আপনাদের আরো এগিয়ে আসতে হবে। আমরা আপনাদের পাশে আছি সবসময়ই। আপনি কি ব্যবসায়ী হবেন, নাকি সরকারী চাকরি করবেন নাকি উদ্যোক্তা হবেন সেটা আপনার উপর নির্ভর করে। যারা যুবক আছেন, আপনারা ভালোভাবে চিন্তা করেন, যথাযথভাবে সরকারী ট্রেনিং নিয়ে আরো এগিয়ে যাওয়ার জন্য যুবক ও উদ্যোক্তাদের আশ্বস্ত করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকত। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে যুব ঋণের চেক ও সনদপত্র, যুব সংগঠক ও সফল আত্মকর্মীকে সনদপত্র, বৃক্ষ রোপন কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান ও এসবি খাল পরিষ্কার কর্মসূচি এবং সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের (ডিপিসি) ডেপুটি কো-অর্ডিনেটর কফিল উদ্দিন এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মাচারী সহ শিক্ষার্থী, উদ্যোক্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৭ জন উদ্যোক্তার মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার যুব ঋনের চেক ও বায়োগ্যাস প্ল্যান্ট বাবদ ৩ জনের মধ্যে একজনকে ২ লাখ ৭০ হাজার এবং বাকি ২জনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১২ জনের মাঝে ৮ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন।

আর পড়তে পারেন