বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদির হাসপাতালে মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম আল আমীন (১৯)। তিনি জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত রিপন মিয়ার ছেলে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে শাহবাজপুর গ্রামের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

জেলার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক দুপুরে কাছে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার গোপালপুর বাজারে দিনে দুপুরে গরু চুরির অভিযোগে গত ২৫ ডিসেম্বর এলাকার কুখ্যাত গরু চোর নাসিরাবাদ গ্রামের কুদ্দুস মিয়া ও তার শ্যালক শাহবাজপুরের আল আমীনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে আটক করে রাখে।

খবর পেয়ে নবীনগর থানার এসআই মোবারক হোসেন আহত ওই শ্যালক-দুলাভাইকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে চুরির মামলা দায়েরের পর আটক কুদ্দুস মিয়া ও আল আমীনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। পরে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আল আমীন গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে মারা যান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন, মূলত এলাকাবাসীর গণ পিটুনির শিকার হয়েছিলেন ওই দুই গরুচোর। পুলিশ খবর পেয়ে দুজনকে উদ্ধার করে মামলা দিয়ে কোর্টে চালান করেছিল। এরপরও বিষয়টি আমরা খতিয়ে দেখব।

ব্রাহ্মণবাড়িয়ার জেল সুপার ওবায়দুর রহমান আজ দুপুরে বলেন, ‘কয়েদী আল আমীন দুদিন আগে ঠাণ্ডাজনিত নিউমোনিয়ায় আক্রান্ত হলে প্রথমে তাকে জেলা কারাগার হাসপাতালে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।’

আর পড়তে পারেন