শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসাম দক্ষিণ মুদারফরগঞ্জ শ্রীয়াংয়ে দোলা আজিমের জনসভায় বিএনপি নেতাকর্মীদের ঢল

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১০, ২০২৫
news-image

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী সামিরা আজিম দোলা শনিবার লাকসাম উপজেলার দক্ষিণ মুদারফরগঞ্জ ইউনিয়নের শ্রীয়াং এলাকায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিরা আজিম দোলা।

দক্ষিণ মুদারফরগঞ্জ শ্রীয়াং বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতির দায়িত্ব পালন করেন আবুল বাশার সাবেক মুদারফরগঞ্জ দক্ষিন ইউনিয়ন বিএনপি তাছাড়া লাকসাম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জনসভায় দোলা আজিম বলেন, “কুমিল্লা -(৯) আসনের লাকসাম মনোহরঞ্জনের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব।”গতকাল আমার উপরে হামলা হয়েছে সেটির তীব্র নিন্দা জানাচ্ছি আমার বাবা মরহুম কর্ণেল আনোয়ার আজিম এর কন্যা হিসেবে আমি এটা কখনো আশা করি নাই। লাকসাম -মনোহরগঞ্জ মানুষ যেভাবে আমাকে আপন করে নিয়েছে এটা দেখে প্রতিপক্ষ গ্রুপের লোক সহ্য করতে না পেরে আমাকে ও আমার সমর্থকের ওপর হামলা করে তারা আমার গাড়ির ওপর ভাংচুর করে গু/লি বর্ষন করে আমাকে মেরে ফেলার টার্গেট করে। আমি আল্লাহর রহমতে বেচে যাই। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই এমন ন্যাক্কারজনক কাজ বিপক্ষ প্রার্থী আবুল কালাম করেছে এটার বিচার আপনাকে করতে হবে। তাছাড়া আপনি বলেছেন জনপ্রিয়তা যার ধান প্রতীক তার।

লাকসাম – মনোহরগঞ্জের ৮০% শতাংশ বিএনপির তৃনমুল পর্যায়ের জনগণ কর্ণেল আনোয়ার আজিমকে ভালবেসে রাজনীতি করে আসছে তার উওরসূরী হিসেবে সাধারণ জনগণ আমাকে কাছে টেনে নিয়েছে। যতদিন বেচে থাকি লাকসাম – মনোহরগঞ্জের মানুষের পাশে আছি।

তিনি আরও বলেন, “এই জনসমর্থন প্রমাণ করে— লাকসাম মনোহরগঞ্জের জনগণ কর্ণেল আনোয়ার আজিমের পরিবারকে চায়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য সাধারণ জনগণ।
জনসভা শেষে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

আর পড়তে পারেন