শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবকদের সচেতন থাকতে হবে: কুমিল্লা জেলা প্রশাসক

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেছেন, শিক্ষা হতে হবে আনন্দের মাধ্যমে, খেলার মাঠ ছাড়া একটা শিক্ষা প্রতিষ্ঠান কল্পনা করা যায় না। শিক্ষার্থীদের একটি কক্ষে সব সময় আবদ্ধ করে রাখব তা হয়না। গাজীপুর খান মডেল সরকারি স্কুল এন্ড কলেজের খেলার মাঠটির ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিতাস উপজেলা গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশে এ কথা গুলো বলেন।
কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিটি অভিভাবক সচেতন হতে হবে এবং ছেলে মেয়ে কখন কোথায় যায়, ঠিক মত লেখা পড়া করছে কিনা পিতা মাতার খেয়াল রাখতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন,আপনারাও(শিক্ষক) শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে এবং সঠিক পাঠদান দিতে হবে, শুধু মেধা দিয়ে ভালো মানুষ যাচাই করা যায়না, ভালো মানুষ হতে হলে সমাজ এবং রাষ্ট্রকে কিছু দিতে হবে তবেই মেধাবী হিসেবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো।
সমাবেশে আরো বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন,সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া।
স্বাগত বক্তব্য রাখেন,প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নজরুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী জুইনুর,অভিভাবক মো.আক্তার হোসেন প্রমূখ। পরে উপজেলা পরিষদে গিয়ে সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দোকানের চাবি ও মালামাল হস্তান্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের চেকবিতরণ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠাগারে বই বিতরণ এবং জনস্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়রন রিমুভাল ইউনিট (ফিল্টার) বিতরণ করেছেন। এর আগে তিতাস থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, সদস্যবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের কর্মদক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ এবং ভূমি অফিস পরিদর্শন করেন।