বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ জানুয়ারি কুমিল্লায় আসছেন তারেক রহমান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৫, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

নির্বাচনি প্রচারণায় আগামী ২৪ জানুয়ারি কুমিল্লায় যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

একই দিন বিকালে তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে টাউন হল মাঠ পরিদর্শন করেছেন বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ টিমসহ বিএনপির নেতারা। এ সময় সভা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দলীয় সূত্র জানায়, কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবেন বলে তারা আশা করেন। পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আগামী ২৪ জানুয়ারি তারেক রহমান কুমিল্লায় আসছেন। তারেক রহমানের আগমন নেতাকর্মী সমর্থক এবং ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করছে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, তারেক রহমানের আগমনে ভোটের মাঠে গণজোয়ার সৃষ্টি হবে। জেলার সব সংসদীয় আসনে আমাদের দলীয় প্রার্থীদের বিজয়ে সহায়ক ভূমিকা রাখবে। তাকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মী প্রস্তুতি নিচ্ছেন।

আর পড়তে পারেন