শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দৈনিক কুমিল্লার আলো পত্রিকার ২০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

আলোচনা সভা,শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লার অলো পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম উদ্দিন কনক।

অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সত্য ও ন্যায়ের পথ ধরে অন্যায়ের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করে দৈনিক কুমিল্লার আলো নির্যাতনের শিকার হয়েছে। বহু ভয়ভীতি ও লোভ লালসা দেখিয়ে কুমিল্লার আলোর সম্পাদককে সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। বিগত সরকারের আমলে দৈনিক কুমিল্লার আলো পত্রিকার প্রকাশনা বন্ধ ও সম্পাদককে কারাবরণ করতে হয়েছিল।

এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল,কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান,দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান বাশার, উদীচী কুমিল্লা জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ,কল্যাণ পার্টি কুমিল্লার পক্ষে সহিদুর রহমান তামান্না, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নজরুল নিকেতনের সদস্য সচিব মিজানুর রহমান,সাংবাদিক কল্যাণ পরিষদ.কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ বেতার কুমিল্লার সংবাদদাতা আবু সুফিয়ান, সামাজিক সংগঠন নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, নাভানা হসপিটালের এমডি ও কলামিস্ট ও লেখক ডাঃ আবদুল আউয়াল সরকার ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আলম।

 

 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লার আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সিটিভি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানে বক্তারা কুমিল্লার আলো পত্রিকার সফলতা ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান। পরে কেক কাটা হয়।

আর পড়তে পারেন