কোরআন সুন্নাহ উপর দেশ পরিচালনা করলে শান্তি ফিরে আসবে: আড়াইবাড়ী পীরসাহেব

কুমিল্লা নগরীর উত্তর চর্থা সৈয়দ বাড়ি জামে মসজিদ মাঠে রবিবার আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম গোলাম সাদেক সাঈদী (রহ:) পীর সাহেবের স্মরণে বার্ষিক মাহফিলে ইছালে ছাওয়াব ও খাছ তালিম জিকির ও ফজরের নামাজের পরে বাংলাদেশ জমিয়তে সাইফুল্লাহ আমীর ও কুমিল্লা আড়াইবাড়ী পীরসাহেব মাওলানা গোলাম পরোয়ার সাঈদীর সভাপতিত্বে আলোচনা, আখেরি মোনাজাত মাধ্যমে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। আড়াইবাড়ী পীরসাহেব বলেন কোরআন সুন্নাহ উপর দেশ পরিচালনা করলে শান্তি ফিরে আসবে, অন্যতা কোরআন সুন্নাহ ছেড়ে দিলে অশান্তি বিরাজ করবে দেশে।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রত্যেকটা মুসলমানকে পালন করতে হবে, তাহলে দুনিয়া আখেরাত শান্তি আসবে। তাই আসুন হিংসা বিবাদ ভুলে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি,এদেশের মাটিতে একদিন ইসলামের বিজয় আসবে। প্রত্যেকটা মুসলমান গুনা মাফ করতে হলে বেশি বেশি জিকির করতে হবে, যেমন সাদা কাপড় ময়লা হলে, পরিষ্কার করতে হয় সাবান দরকার হয়,আমাদের গুনাহ জড়াতে হলে বেশি করে জিকির করতে হবে। আরেকটি বিষয় মনোযোগ দিয়ে আমরা আমল করতে হবে, রসুলের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে, দরুদ পড়লে উপকার হচ্ছে রহমত আর গুনাহ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সময় উপস্থিত ছিলেন দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও দরবারের খোলাফা বৃন্দ ও পীরমাশায়েখ গণ।