আকাশে এলো নতুন চাঁদ, যেভাবে দেখবেন
আকাশে এলো নতুন চাঁদ, যেভাবে দেখবেন
পৃথিবীর আকাশে রোববার রাত থেকে দেখা যাচ্ছে একটি ক্ষুদ্র গ্রহাণু, যা দ্বিতীয় চাঁদ হিসেবে অভিহিত করা হচ্ছে। এই ক্ষুদ্র চাঁদটি আকাশে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। নক্ষত্রবিজ্ঞানী এবং মহাকাশপ্রেমীদের মধ্যে এ ঘটনার ফলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং অনেকেই এটি দেখার জন্য আগ্রহী।
তবে, এই ক্ষুদ্র চাঁদটি এতটাই ছোট যে, খালি চোখে পৃথিবীর কোনো স্থান থেকেই এটি দেখা সম্ভব নয়। এমনকি সাধারণ দূরবীন বা সাধারণ টেলিস্কোপ দিয়েও এটি দেখা যাবে না। যারা এই চাঁদটি দেখতে চান, তাদের পেশাদার মহাকাশ গবেষণা সরঞ্জাম ব্যবহার করতে হবে। এর মানে, বাংলাদেশের সাধারণ মানুষও খালি চোখে বা সাধারণ সরঞ্জাম দিয়ে এটি দেখতে পারবেন না। পেশাদার টেলিস্কোপের মাধ্যমে কেবল এটি পর্যবেক্ষণ করা সম্ভব।
আসাম অ্যাস্ট্রোনমি পডকাস্টের সঞ্চালক ড. জেনিফার মিলার্ড বিবিসিকে জানিয়েছেন যে, পেশাদার টেলিস্কোপ এই ক্ষুদ্র চাঁদের ছবি তুলতে পারবে। আপনারা অনলাইনে এই ক্ষুদ্র চাঁদের ছবি দেখতে পাবেন, যেটি আকাশের তারার পাশ দিয়ে ছুটে যাচ্ছে।
এই দ্বিতীয় চাঁদ হিসেবে পরিচিত গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ‘২০২৪ পিটি৫’। এটি অর্জুনা গ্রহাণু বেল্টের অংশ, এবং এর কক্ষপথের পাথরটি পৃথিবীর মতো দেখতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘অ্যাটলাস’ সিস্টেম গত ৭ আগস্ট এই গ্রহাণুটি প্রথম শনাক্ত করে।
এর আগে পৃথিবীর আকাশে এমন ক্ষুদ্র চাঁদ দেখা গেছে, এবং কিছু এমন ক্ষুদ্র চাঁদ পৃথিবীর কাছে এসেছে যেগুলো কেউ শনাক্ত করতে পারেনি। যেমন, গ্রহাণু ২০২২ এনএক্স১, যেটি ১৯৮১ এবং ২০২২ সালে পৃথিবীর কাছে এসেছিল, কিন্তু শনাক্ত করা যায়নি।