ইফতার ও মিলনমেলার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা পরিবারের
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত কুমিল্লা জেলার (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিল্লা পরিবার । মঙ্গলবার ( ৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কার্জন হলের মাঠে অনুষ্ঠিত হলো এক মিলন মেলা ও ইফতার মাহফিল। কুমিল্লা জেলার সকল উপজেলার শিক্ষার্থীরা উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সাকিব হাসান শুভর নেতৃত্বে ইফতার মাহফিল পরিচালিত হয়। সংগঠনের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান মারুফের মায়ের মৃত্যুতে তার আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত মিলন মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলার এলমনাই এসোসিয়েশন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়া হয় । এতে সবাইকে উদ্বুদ্ধ করে আঞ্চলিক বৃহত্তম প্লাটফর্ম করার কথাও ভাবছেন সবাই।