একুশের মঞ্চে ‘অভিষেকে’র পরই কেলেঙ্কারিতে ভাইপোর নাম, মমতার পরিকল্পনায় ধাক্কা
ডেস্ক রিপোর্টঃ
ফের আরও এক আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূল কংগ্রেসের। এবার দুর্নীতির অভিযোগ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। আর্থিক কেলেঙ্কারির ভাইপোর নাম জড়ানোয় স্বভাবতই অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সারদা, রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড ও নারদকাণ্ডের পর ফের দুর্নীতিতে নাম জড়ানোয় অস্বস্তি ক্রমশ বাড়ছে রাজ্যের শাসক দলের।
অভিযোগ, রাজকিশোর মোদী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার মধ্যে মধ্যস্থতার কাজ করেছিলেন অশোক তুলসিয়ান নামে এক চার্টার্ড অ্যাকাউন্যা সন্ট। একাধারে তিনি ছিলেন রাজকিশোরের সংস্থা গ্রিন টেক সিটি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর। অন্যদিকে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের অডিটর।
আরও অভিযোগ, আর্থিক লেনদেনের সময় কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন অভিষেক। সেখানে ঠিকানাও দেওয়া ছিল ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এখন মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানাও ওই একই। চিটফান্ডের পর ‘কমিশনগেট’-আর্থিক কেলেঙ্কারিতে অভিষেকের নাম জড়িয়ে যাওয়ায় তাঁকে নিয়ে মমতা বন্দ্যাপাধ্যায়ের পরিকল্পনা ধাক্কা খাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, এবার একুশের মঞ্চে যুবরাজ হিসেবে অভিষেক হয়েছিল অভিষেক বন্দ্যেপাধ্যায়ের। তারপরই এই ধাক্কা ধেয়ে এল তৃণমূলের দিকে। ফলে অভিষেককে নিয়ে্ মমতার পরিকল্পনা ধাক্কা খেতে বাধ্য।