কুমিল্লায় যুবলীগের কর্মী ছাত্রদলের হাতে আটক, পুলিশে সোপর্দ

কুমিল্লা প্রতিনিধি। ঢাকা পল্টন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা ও আহত করার মামলার আসামী কুমিল্লা হোমনা উপজেলার কালিপুর গ্রামের বাসিন্দা মোঃ লিটন মিয়া ( ৩৮) কে আটক করেছে। লিটন ঢাকা দক্ষিণ যুবলীগের সদস্য।
শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আসে লিটন। খবর পেয়ে ছাত্রদলের কর্মী মোঃ ইয়াসিন হোসেন ও তার সঙ্গীরা লিটনকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কোতয়ালী মডেল থানার পুলিশ এসে লিটনকে নিয়ে যায়। লিটনের বিষয়ে খোঁজ খবর নিয়ে আইননানুগ প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম।