শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে সবজিবাহী কাভার্ডভ্যান চাপায় নিহত ২, আহত ১

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৬, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সবজিবাহী কাভার্ডভ্যান চাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে কুমিল্লা-চট্টগ্রামগামী উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে ট্রাকচালক ফুজাল মিয়া।

সদর দক্ষিণ উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। পথে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে ওই অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আর পড়তে পারেন