কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

আরিফ আজগরঃ
কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার নগরীর কাপ্তান বাজার এলাকায় কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে- নগরীর রানীর বাজার এলাকার হাফিজুল ইসলামের ছেলে রাফাতুল ইসলাম অর্ণব (২২), কাপ্তানবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাইফুল হোসেন জয় (২০) একই এলাকার মো. হেলালের ছেলে মো. নাইম (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর সার্কেল মো. সোহান সরকারের নির্দেশনায় কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, এএসআই হান্নান আল-মামুন, এএসআই রুবেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নগরীর কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ওই এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনার মাধমে মোটরসাইকেল চোর চক্রের ৩ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেন তারা।
কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।