শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৪, ২০২৫
news-image

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চাইল্ড কেয়ার মডেল একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নূরে আলম ।

এছাড়া প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সেন্সি মোঃ নুরে আলম ।

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাফিজ উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সেন্সি মোঃ নুরে আলম, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিনা আক্তার, মোঃ রাশেদ, চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান, প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারী শিক্ষিকা নুরজাহান আক্তার নিপা ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক টগর আহমেদ, মোহাম্মদ রোমান আহমেদ, গাজী আক্তার আলম সুজন, মুন্সি ফারুক আহমেদ কলেজের প্রভাষক এমাদ উদ্দিন আহমেদ পলাশ, চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রশিক্ষক শারমিন শান্তা, কুমিল্লা মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল হক, চাইল্ড কেয়ার মডেল একাডেমির সহকারী শিক্ষক নাদিয়া জাহান, স্কুলের অভিভাবক কমিটির মোঃ দেলোয়ার হোসেন টগর, চাইল্ড কেয়ার মডেল একাডেমির সহকারী শিক্ষক লাভলী আক্তার, চাইল্ড কেয়ার মডেল একাডেমির অভিভাবক মোঃ হাসান ইমাম আহমেদ এবং সহকারী শিক্ষিকা ববি আক্তার।

আর পড়তে পারেন