কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল ও কমিটি গঠন

কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল ও কমিটি গঠন
বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
জেলা রোভারের এডহক কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক পূরবী সরকার শম্পার পরিচালনায় প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সৈয়দ শামসুল তাবরীজ। এতে আয়- ব্যয়, সংস্কার কমিটির প্রস্তাবনা উপস্থাপন ও অনুমোদন করা হয়।
এরপর নতুন নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন রোভার অঞ্চলের প্রতিনিধি সহ-সভাপতি প্রফেসর মোজাহেদ চৌধুরী। তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ১৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- পরবর্তী তিন বছরের জন্য পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি, সহসভাপতি কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুর রহমান, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎপুর রহমান, রূপসী বাংলা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া, ড. মোশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন।
কমিশনার পদে কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুক আলতাফ চৌধুরী উডব্যাজার, কোষাধ্যক্ষ পদে হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. মাঈনুদ্দীন খন্দকার উডব্যাজার।
সম্পাদক পদে কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন সিএএলটি।
যুগ্মসম্পাদক এথনিকা স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. দাউদ খান দোলন, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিব প্রসাদ দাশ গুপ্ত ও তিতাস মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি মো. লিয়াকত আলী, রোভার নেতা প্রতিনিধি সোনার বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো. আবুল কালাম আজাদ ও মেঘনা মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার মামুনুর রশিদ, লিডার_ট্রেইনার_প্রতিনিধি মো. আবু তাহের এলটি।
এছাড়াও তিন বছরের জন্য অডিট কমিটি গঠন করা হয় । অডিট কমিটির সদস্যরা হলেন আবেদানূর উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের রোভার স্কাউট দলের লিডার মো. শরিফ উদ্দিন আহম্মেদ, ভাষা সৈনিক অজিত গুহ কলেজের রোভার লিডার মাহবুব আলম, চান্দিনা রেদোয়ান আহম্মেদ কলেজের রোভার লিডার মো. জামাল হোসেন।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা তোহিদুল ইসলাম, কুমিল্লা জেলা রোভারের এডহক কুমিটির সদস্য মোহাম্মদ এনাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার স্কাউট লিডার গোলাম জিলানী, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, কুমিল্লা অজিত গুহ কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহম্মেদ, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহিববুল্লাহ, রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান, এথনিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাকসুদুল আজম, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার ফাতেমা বেগম উডব্যাজার, কুমিল্লা সরকারি মহিলা কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার ছামিয়া নুছরাত জাহান, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার রাবেয়া খানম, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মু. ইলিয়াস শাহ, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের গালর্স ইন রোভার লিডার সেলিনা আক্তার, কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের রোভার স্কাউট লিডার মো. শহিদুল ইসলাম, আড্ডা ডিগ্রি কলেজের রোভার স্কাউট লিডার মো. জসিম উদ্দিন, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের রোভার স্কাউট লিডার রফিকুল ইসলামসহ কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।