কুমিল্লা বার্ডের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

মোঃ আব্বাস আলীঃ
কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) -এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান। বুধবার (৪ ডিসেম্বর) কুমিল্লা বার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ।
প্রথমেই মহাপরিচালককে কুমিল্লা বার্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এরপর তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি বার্ডের পরিচালকদের সাথে মতবিনিময় করেন এবং বার্ডের বিভিন্ন কর্মকান্ড পর্যবেক্ষণ করেন।