কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
এনিয়ে জেলায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ২০৭ জনের মৃত্যু হলো। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৬৮ ও উপসর্গ ১৩৯ জন মারা গেছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের মোঃ আবদুল গফুর (৯৬), লালমাইয়ের মফিজুল ইসলাম (৭০), লাকসামের আবদুল গফুর (৬২) ও নাঙ্গলকোটের জাহেরা খাতুন (৭০)।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ১৬ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ২৩ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৩ জন। তারমধ্যে করোনায় আক্রান্ত ৬৮ জন আর উপসর্গ ও লক্ষন নিয়ে মৃত্যু ১৩৯ জন।