ক্ষতিগ্রস্ত পরিমলের বাড়িতে রোশন আলি মাস্টার

দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের সভাপতি পরিমল চন্দ্র দাসের বাড়ি-ঘর পরিদর্শন করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলি মাস্টার।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগে সভাপতি একেএম সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, শ্রম সম্পাদক সুজিত কুমার পোদ্দারসহ সদস্য বিল্লাল হোসেন ডালিম প্রমুখ।