বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ‘শাকিব-অপু জুটি’ লেখাতে চান অপু বিশ্বাস

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২০, ২০২০
news-image

বিনোদন ডেস্কঃ

ক্যারিয়ারে যত ছবি করেছেন অপু বিশ্বাস, বেশিরভাগ ছবিতেই তার নায়ক শাকিব খান। একসাথে ৭২টি ছবিতে কাজ করেছেন তারা। এত সংখ্যক ছবিতে একসাথে কাজ করার রেকর্ড কোনো দেশের নায়ক-নায়িকার নেই। তাই নিজেদের জুটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড লিখতে চান অপু বিশ্বাস। এ জন্য আবেদনও করেবেন ঢালিউড কুইন।

অপু বিশ্বাস বলেন, ‘একসাথে আমরা ৭২টি ছবিতে জুটি হয়ে কাজ করেছি। এত সংখ্যক ছবিতে কাজ করার রেকর্ড অন্য কোনো দেশে অন্য কোনো নায়ক-নায়িকার নেই। যা শুধুমাত্র আমাদের দখলে। তাই ‘শাকিব-অপু’ জুটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রাখতে আমি আবেদন করব।’

শাকিবের বিষয় অপু বলেন, ‘আমার ক্যারিয়ারের হিট-সুপারহিট ছবিগুলোর নায়ক শাকিব। শাকিব আর আমার জুটিটা দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছিল। সে কারণেই এখন পর্যন্ত আমাদের এ জুটিটা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর আমাদের ছবির সংখ্যা হিসেব করলে এখনো শীর্ষে রয়েছে শাকিব-অপু জুটি।’

আর পড়তে পারেন