শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চলে গেলেন শক্তিমান অভিনেতা বিনোদ খান্না

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০১৭
news-image
চলেই গেলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা বিনোদ খান্না। বৃহস্পতিবার সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। কয়েক দিন আগেই রোগাক্রান্ত বিনোদ খান্নার একটি ছবি গণমাধ্যমে ভাইরাল হয়। তা নিয়ে ঢের আলোচনাও হয়।
বিনোদ খান্না ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হওয়ার পূর্ব পর্যন্ত অভিনয় করে গেছেন। ‘দাবাং’, ‘প্লেয়ার’, ‘দাবাং টু’ ও ‘দিলওয়ালে’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বিনোদ খান্না।
এছাড়া ‘মেরে আপনে’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কুরবানি’, ‘ইনকার’, ‘হাত কি সাফাই’ ছিল তার প্রথম জীবনের কিছু বাণিজ্যিক সফল ছবি।
উল্লেখ্য, তার দুই ছেলে অক্ষয় খান্না ও রাহুল খান্নাও বলিউডে সুপ্রতিষ্ঠিত। মৃত্যুর সময় তাঁর চার সন্তান ও স্ত্রী কবিতা খান্না অভিনেতার পাশেই ছিলেন।
বিনোদ খান্না ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরের লোকসভার সদস্য ছিলেন। এপ্রিলের প্রথম সপ্তাহে এ অভিনেতাকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। হিন্দুস্তান টাইমস।

আর পড়তে পারেন