বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরবাসীকে শান্ত থাকার আহ্বান সাবেক এমপি রাশেদা বেগম হীরার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১০, ২০২৪
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সহিংসতা, লুটপাট বা ধ্বংসযজ্ঞ না করা, নিজের হাতে আইন তুলে না নেয়া এবং ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়সহ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্তদের রক্ষা করা ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক দুইবারের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা। এক বার্তায় তিনি চাঁদপুরবাসীকে এ আহ্বায়ন জানান।

চাঁদপুরের সাবেক মহিলা এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। নিজের হাতে আইন তুলে না নেয়া এবং ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়সহ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্তদের রক্ষা করা ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, দেশের মানুষ সকলে আমাদের আপনজন। প্রতিশোধের বশবর্তী কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। সংখ্যালঘু ভাই বোনদের উপর ও তাদের পরিবারের উপর যেন কোনো আক্রমণ না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। কেউ যেন প্রতিহিংসার পথে পা না বাড়ায়। সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। সবাই যেন শান্তিশৃঙ্খলা বজায় রাখেন।

কোনো দুষ্কৃতিকারী যেন মানুষের জান-মাল এবং রাষ্ট্রীয় সম্পদহানী করতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। সম্ভব হলে রাত জেগে পাহারা দিবেন। কারণ, এমন সময়ে দুষ্কৃতিকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে। সকলে নিজ নিজ স্থান থেকে জনগণের সম্পদ ও দেশের সম্পদ রক্ষা করবেন।

আর পড়তে পারেন