চান্দিনার বাড়েরায় ৩ শতাধিক হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ
শরীফুল ইসলাম, চান্দিনা :
চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের স্বাভাবিক আয় বন্ধ রয়েছে। এসময়ে তাদের পাশে দাড়িয়েছে বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ৩ শতাধিক হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে চাল ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।
বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম ভূইয়া’র সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ওই বিতরণ অনুষ্ঠান হয়।
বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম মুন্সি, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.খোরশেদ আলম, সহ-সভাপতি মোবারক হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দে, আক্তার হোসেন মেম্বার, শাহিন মেম্বার প্রমুখ।।