সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চান্দিনায় ২০ টি স্বর্ণের বারসহ ১ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩, ২০২১
news-image

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ২০টি স্বর্ণের বারসহ মাহমুদুল হক (৪২) নামে একজন কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার রারিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বারের ওজন ২ কেজি ৩শত ৩০ পয়েন্ট বা ২০০ ভরি। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।
আটক স্বর্ণ চোরাকারবারি মাহমুদুল হাসান চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছোটবারকোনা গ্রামের আব্দুল সবুরের ছেলে।

চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক নোমান হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় তারা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটির গতিরোধ করার সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যায় ওই চোরাকারবারি। পরে তার দেহ তল্লাসী করে দুই পায়ের জুতার ভেতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ১০টি করে স্বর্ণের বার বিশেষ কৌশলে অবলম্বন করে জুতার ভিতরে করে নিয়ে যাচ্ছিল চোরাকারবারি। গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা অভিযান পরিচালনা করে তাকে আটক করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।