চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে যুুবতীর আত্মহত্যা

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গলায় ফাঁসি দিয়ে ঝুমুর আক্তার (১৫) নামের এক যুবতী আত্মহত্যা করেছে।
নিহত যুবতী উপজেলার বাতিসা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে।
লাশটি উদ্ধার শেষে সোমবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝুমুর আক্তার(১৫) এক যুবকের সাথে প্রেম চালিয়ে আসছিল। ওই যুবক তাকে বিয়ে না করায় অভিমানে রোববার (২৩ এপ্রিল) গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ মিজান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।