চৌদ্দগ্রামে সড়ক দুঘর্টনায় দিনমজুর নিহত

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় খর উদ্দিন (৪৫) নামের এক কৃষি দিনমজুর নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৭ টায় উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া-ঢালুয়া সড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহত খর উদ্দিন নীলফামারি জেলার জলঢাকা উপজেলার সতীঘাট গ্রামের তাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কৃষিকাজ শেষে পায়ে হেটে বাড়িতে ফেরার পথে ঢালুয়া সড়কে একটি দ্রুতগামী মোটরসাইকেল দিনমজুর খর উদ্দিনকে ধাক্কা দিয়ে চলে যায়। মোটর সাইকেলের ধাক্কা খেয়ে খর উদ্দিন রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৭ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে রয়েছে।